লিটন পাঠান, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে যারা মাস্ক সামাজিক দুরত্ত ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। মুখে মাক্স না লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছেন এমন ৯ জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়।
৮ জনকে ৫০০ ও ১ জন ৩০০শ টাকা করে ৯ জনের কাছ থেকে মোট ৪ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন এবং মাস্ক ব্যাবহারে বাধ্য করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। এছাড়াও খেটে খাওয়া অনেক নিম্ন আয়ের মানুষকে পরবর্তী সময়ে মাস্ক ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। মঙ্গলবার (১৬-জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত মাধবপুর বাজারে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যট ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, মাধবপুরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের হার কমিয়ে আনতে মাধবপুরে শহর ও পাড়া-মহল্লায় সকাল ১০ থেকে বিকাল ৪ টা সময় পর্যন্ত দোকান খোলা থাকবে। অনেকেই এ নিয়ম অমান্য করে দোকান পাট খোলা রাখছে। তাই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে এখন থেকে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।