মাধবপুরে মাস্ক পরিধান না করা ৭জন কে জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের তেমুনিয়া নামক স্থানে মাস্কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন । এ সময় মাস্ক পরিধান না করার কারণে ০৭ জন ব্যক্তিকে জরিমানা করা হয়। মাস্ক পরিধানের বিষয়ে উপস্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতন করা হয়।মাধবপুর থানা পুলিশ এ মোবাইল কোর্টে সহযোগিতা করে । এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি)মাধবপুর জানান এ অভিযান অন্যান্য বাজারে ও ক্রমান্বয়ে পরিচালিত হবে।