মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ টি শিল্পপ্রতিষ্ঠানকে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান আনুষ্ঠানিক ভাবে ৩০টি শিল্পপ্রতিষ্ঠানর প্রতিনিধিদের হাতে দেড় হাজার বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান উপস্থিত সকলের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।