মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নে বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৬৫ টি দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র আচার্য, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী, আবুল খায়ের মেম্বার প্রমুখ।