“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়) ” শীর্ষক কর্মসূচির আওতায় করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসুচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও মাধবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, উচ্চমান সহকারী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।