মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াহাটি মনতলা রোডের রতনপুর নামক স্থানে সংরক্ষিত বনাঞ্চলের কাছে বসানো হচ্ছে অবৈধ করাত কল। সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাত কল বসানো বন আইন অনুযায়ী নিষিদ্ধ হলেও স্থানীয় প্রভাবশালী এক ব্যাক্তি কর্তৃপক্ষকে ম্যানেজ করে সংরক্ষিত বনাঞ্চলের ৫ কিলোমিটার ও দুটি চা বাগানের ২ কিলোমিটারের মধ্যে এই করাত কলটি বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে।এব্যাপারে স্থানীয় লোকজন বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট, বরাবর লিখিত অভিযোগ করার পরও অব্যাহত আছে করাত কল বসানোর কাজ। জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও চা বাগানের ছায়াবৃক্ষ চোরা চক্রের সাথে আঁতাত করে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি করাত কলটি বসাচ্ছে। করাত কলটি চালু হলে সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগানের গাছ চুরি বেড়ে যাবে বলে অভিযোগ করেছে স্থানীয় লোকজন। মুজিব বর্ষ উপলক্ষে সরকার যখন পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের প্রতি জোর দিচ্ছে ঠিক একই সময়ে বৃক্ষ নিধনের এমন পরিকল্পিত কার্যক্রম দেখে হতবাক হচ্ছে সচেতন নাগরিক সমাজ। এব্যাপারে বন বিভাগের রঘুনন্দন রেঞ্জ এর রেঞ্জ অফিসার রিয়াজুদ্দিন আহমেদ জানান, ৩১ জুলাই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যাক্তিকে করাত কল তৈরির কার্যক্রম বন্ধ রাখতে বলেছি। সে বলেছে অনুমোদন না নিয়ে আর কাজ করবে না।তবে পরবর্তীতে আমরা খবর পেয়েছি সেখানে করাত কল বসানোর কার্যক্রম অব্যাহত আছে।তাই আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমোদনের জন্য আবেদন করেছে কি না প্রশ্নের জবাবে তিনি জানান, সে কোন আবেদন করেছে বলে আমার জানা নেই। তাছাড়া সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে হওয়ায় এখানে করাত কল নির্মাণের অনুমোদন দেওয়া যাবে না। এব্যাপারে সিলেট বন বিভাগের উপ বন সংরক্ষক এস এম সাজ্জাদ হোসেন জানান, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোন করাত কল বসানোর সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।