মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।
বাজারের নতুন সড়কে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে রাস্তার পাশের ড্রেনের পানিপ্রবাহ বন্ধ হয়ে ময়লা পানি আবদ্ধ হয়ে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধময় পরিবেশ। এ ধরনের ময়লার স্তুপ ও দুর্গন্ধময় পরিবেশের কারনে চরম বিপাকে পড়তে হচ্ছে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের। দীর্ঘদিন যাবত এমন অবস্থা চললেও মনে হয় দেখার যেন কেউ নেই। ময়লার গন্ধে ও মশাবাহিত নানা রোগসহ দূষিত হচ্ছে পরিবেশ। এই ময়লার স্তুপের ১০০ গজের ভিতরেই রয়েছে উপজেলা পরিষদ সহ সরকারী কর্মকর্তাদের কার্যালয়। সরজমিনে গিয়ে দেখাযায় চলাচলকারী পথচারীরা নাক-মুখ চেপে ধরে চলাচল করছে। পথচারীরা জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় উৎকট দুর্গন্ধে বমি চলে আসে। এরকম অবস্থা অনেক দিন থেকে চলছে।ময়লার কারনে পরিবেশ দুষিত হচ্ছে। আশাকরি মাধবপুর পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত এই ময়লা অপসরণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মাধবপুর পৌরসভার কমিশনার অজিত কুমার পাল বলেন,আমাদের পৌরসভার ময়লা আমরা নতুন রাস্তার পাশে ফেলিনা। রাস্তার পাশের হোটেল মালিকরা ময়লা ফেলে। তবে যাহারা এখানে ময়লা ফেলে পরিবেশ দুষিত করছে,তাদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।