লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অসহায় বিভিন্ন শ্রেনীর পরিবারের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করেছে সমাজসেবা অধিদপ্তর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন বিপর্যস্ত, অঘোষিত লকডাউন চলায় খাবারের অভাবে দিশেহারা হয়ে যাচ্ছে সাধারন মানুষ। খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবি মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারের বিভিন্ন দপ্তর অসহায়দের খাবারের ব্যবস্থায় নিজেদের নিয়োজিত করেছেন। করোনা ভাইরাস জনিত দুর্যোগ মোকাবেলায় মাধবপুর সমাজসেবা অধিদপ্তর উপজেলায় যারা বিকলাঙ্গ, নাপিত,বিপন্ন পরিবার,ভিক্ষুক,ভ্যান শ্রমিক তাদের খুজে বের করে ঈদ সামগ্রী হাতে তুলে দিয়েছেন।জানা যায় বৃহস্পতিবার (২১-মে) সকালে মাধবপুর উপজেলার বিভিন্ন পেশাজীবি অসহায় ও দুস্থ ৭৫টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ কেজি চাউল,১ কেজি পেয়াজ,১ কেজি চিনি,১ কেজি আলু,গুড়ো দুধ, ২ পেকেট সেমাই বিতরন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার জানান,বৈশ্বিক মহামারীতে দেশের কর্মহীন অসহায় মানুষরা খারাপ অবস্থার মাঝে জীবন যাপন করছে। মাধবপুর উপজেলায় যারা এ পর্যন্ত কিছুই পায়নি,বিকলাঙ্গ, প্রতিবন্ধী, লন্ড্রি শ্রমিক,ভিক্ষুক, ইমারত শ্রমিক,রিক্সা চালক,অসুস্থ বৃদ্ধ তাদের খুজে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।