মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার( ২৬ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর বাজারে আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।