হবিগঞ্জের বাণী ডেস্ক : মঙ্গলবার ( ৫ মে) হবিগঞ্জের মাধবপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ও সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার যৌথভাবে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মুল্য তালিকা না থাকায় ও প্রশাসনের নির্দেশনা আমান্য করে দোকান খোলা রাখার দায়ে নয়াপাড়া বাজারের ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কৃষি কাজ,আইন শৃংখলা ও জরুরী চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানী সরবরাহ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রত্যেক দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলক রাখতে হবে। রমজান উপলক্ষে কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বাড়ানো যাবে না উপজেলার প্রত্যেক বাজারে প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে।