হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দর রাজ্জাক।
মঙ্গলবার বিকালে থানার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, মো. আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মো. অলিদ মিয়া, সাংবাদিক নেতা ডা. সুখেন দেবনাথ, জামাল মো. আবু নাসের, আবুল হোসেন সবুজ, সানাউল হক চৌধুরী শামীম, রাজিব দেব রায় রাজু, আলমগীর কবির, কে.এম.সামসুল হক, রাখাল দে, বিপ্লব আচার্য্য সুজন, এক্রামুল আলম লেবু প্রমুখ।
সভায় অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তীলে তীলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন- পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসঙ্গতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।