হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে পরিষদ টিসিবির পণ্য কিনছেন ক্রেতারা,বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে।
দেশে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনের মাঝে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬নং শাহজাহানপুর ইউনিয়নে পরিষদে কমমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবার (১৪-মে) ৬নং শাহজাহানপুর ইউনিয়নে পরিষদে লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। করোনার প্রভাবে খরচ বাঁচাতে কমমূল্যে পণ্য কিনতে অনেক দূর–দূড়ান্ত থেকে আসা নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন।
মাধবপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন সহকারি ভূমি আয়েশা আক্তার এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী, ইউপির মেম্বার সদস্যগণও বাজার কমিটি এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে। মাধবপুর উপজেলা টিসিবির ডিলার (মায়া ট্রেডাস) সুমন কান্তি রায় মাধ্যমে টিসিবির পণ্য সবার মাঝে বিক্রি করেন।
সুমন কান্তি রায় দৈনিক হবিগঞ্জের বাণী কে জানান, ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য খোলাবাজারে যা পাওয়া যায়- ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা দরে ডাল ও চিনি এবং ৬০ টাকা, পেয়াজ ৬০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।