মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি।৷ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন কল্পে জি টু পি (গভার্মেন্ট টু পাবলিক) পদ্ধতিতে সামাজিক বেষ্টনী ভাতা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে দেয়া শুরু করেছে মাধবপুর উপজেলা সমাজসেবা অফিস।
জানাযায় আজ মঙ্গলবার উপজেলার চৌমুহনী, আাদউর,শাহজাহান পুর, জগদীশপুর, বুল্লা,ছাতিয়াইন মোট ৬ টি ইউনিয়নের ৩২৩ জন বয়স্ক ভাতা বাবদ মোট ৯,৭০,৫০০/-(নয় লাখ সত্তর হাজার পাঁচ শত) টাকা দেয়া হয়।
ব্যাংক এশিয়ার দ্বায়িত্বপাপ্ত কর্মকর্তা সালমান শুভ জানান আগামী ২৮শে মে ২০২০ তারিখে এ ৬টি ইউনিয়নে ভাতা দেয়া সমাপ্ত হবে।তারপর পরবর্তী উপজেলার বাকী ৫ টি ইউনিয়ন ভাতা দেয়া হবে।
উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মিয়া জানান আজ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তাহার পুরুন হল আর এর মাধ্যমে ভাতাভোগীরা কোন জামেলা ছাড়া তাদের নিজ নিজ একাউন্ট থেকে নিজের ইউনিয়ন অফিসে এসে টাকা তোলতে পারছে।