লিটন পাঠান, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনীতে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া’র পক্ষ থেকে প্রেরিত ঈদ সহায়তা সামগ্রী ও চীনা কমিউনিস্ট পার্টির দেওয়া মাস্ক বিতরণ করা হয়। শনিবার ( ২৩ মে) সকালে চৌমুহনী পূর্ব বাজারে সাম্যবাদী দলের অসচ্ছল কর্মীদের মাঝে প্রেরিত ঈদ সহায়তা সামগ্রী হিসাবে খাসা চাউল, সেমাই, চিনি, গুড়োঁ দুধ, সয়াবিন তৈল ও কিসমিস বিতরণ করেন সাম্যবাদী দলের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ বীর। এ সময় শারীরিক দুরত্ব মেনে ২০ জন কর্মীকে ঈদ সহায়তা সামগ্রী ও উপস্থিত অন্যান্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ৫০টি চায়না মাস্ক বিতরণ করা হয়। সাম্যবাদী দলের মাধবপুর উপজেলা সমন্বয়ক সৈয়দ শাহেরুল ইসলাম সুমন এর সঞ্চালনায় এই ঈদ সহায়তা সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এনামুল হক শাহরাজ ও চৌমুহনী ইউনিয়ন শাখার সভাপতি মো: আব্দুল খালেক ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের আঞ্চলিক শাখার সদস্য মানিক পাল, আব্দুল বাছির, ময়দর আলী , আমজাদ হোসেন, শুভ শীল, শেফাউল করিম, আজম উদ্দিন ধনু, বিমল দাস, আম্বিয়া খাতুন, ছারুয়ার রহমান, আহমদ খাঁ মজনু, সঞ্জয় দত্ত, হাসেনা বেগম , বজলুর রহমান, অরবিন্দু দেব, সুশান্ত রায়, রেহানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা সম্পাদক বিকাশ বীর বলেন, চলমান করোনা মহামারীকে জয় করতে আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা গুলো অবশ্যই মেনে চলতে হবে পাশাপাশি যার যার অবস্থান হতে সামর্থ্য অনুযায়ী সমাজের অর্থনৈতিক বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে । সাম্যবাদী নেতা কমরেড দিলীপ বড়ুয়া’র পক্ষ হতে সবাই কে ঈদ শুভেচ্ছা জানান তিনি।