হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শিমনা ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মিজান মিয়া নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি ওই ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের রুস্তম আলীর ছেলে। উপজেলা ভূমি অফিস ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায় বালুর ইজরা বন্ধ থাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিনিয়তেই এ ছাড়া থেকে বালু উত্তোলন করে নির্বিঘ্নে পাচার করছে। খবর পেয়ে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালন করে এ দন্ডাদেশ দেন। মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন বালু ও মাঠি ব্যবস্থাপনা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।