মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় মোছাঃ জাহানারা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান রেজওয়ান এর সভাপতিত্বে স্বচ্ছতার সদস্য আহাদ নাদিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহীন আলম রিপন, মোঃ সানাউল হক চৌধুরী শামীম (সাংবাদিক), ইয়াসিন তন্ময় (সাংবাদিক), স্বচ্ছতার সদস্য সাংবাদিক মো:হামিদুর রহমান, মোঃ জিয়াউর রহমান সুজন, মোঃ খাইরুল ইসলাম খান, মোঃ মামুন, মোঃ সাদমান জহির, মোঃ শেখ সামছুল হক, মোঃ কাদির হোসেন জুয়েল, মোঃ সুজন আলম, মোঃ সামছু উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মোঃ এনামুল হক, মোহাম্মদ আলী, অর্জুন পাল প্রমূখ।