লিটন পাঠান, মাধবপুর : মাধবপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক গ্রুপ স্বচ্ছতা’র উদ্যোগে ৬০ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতো মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন কষ্টের মধ্যে আছে। কিন্তু সামাজিক মর্যাদার কারণে কারোর কাছে মুখ ফুটে বলতে পারেন না তারা। উনাদের এই সমস্যার কথা চিন্তা করে শনিবার (২৩ মে) মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের ৬০ জন ইমাম ও মুয়াজ্জিনের নিকট অত্যন্ত গোপনে পৌঁছে দেয়া হয় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন স্বচ্ছতার পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী। উল্লেখ্য যে, স্বচ্ছতা গ্রুপ একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক সামাজিক সংগঠন। মাধবপুর উপজেলার প্রবাসী ও দেশে অবস্থানরত একঝাঁক মানবপ্রেমী যুবক মিলে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে গ্রুপ টি গড়ে তোলে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।