লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাস-ম্যাক্সি মাইক্রোবাস সিএনজিসহ সকল যানবাহনের শ্রমিকদের প্রতিনিধি ও প্রশাসনের যৌথ সভায় স্বাস্থ বিধি মেনে যানবাহন চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯ টায় স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়ে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন। ঢাকা-সিলেট গাড়ীর পক্ষে প্রতিনিধি মোঃ মাতু মিয়া, হবিগঞ্জ মটর মালিক সমিতির পক্ষ থেকে আঃ কুদ্দুস ও রফিকুল ইসলাম শামীম, ম্যাক্সি মালিক সমিতির পক্ষ থেকে লিটন পাঠান, বি-বাড়িয়া বাস মালিক সমিতির পক্ষ থেকে হাজী মোঃ গোলাপ খাঁন, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শাহ সেলিম, সিএনজি অটোরিকশা সমিতির পক্ষ থেকে জর্জ মিয়া। সভায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন করোনা ভাইরাস সংক্রান্ত চলমান পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি
মেনে গাড়ী চলাচল করতে অনুরোধ জানান। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে গাড়ী চলাচল অব্যাহত রাখতে হবে। অন্যথায় নিয়ম অমান্যকারী সংশ্লিষ্ট গাড়ী চলাচল বন্ধ করে দিয়ে গাড়ীটিকে আটক রেখে মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে। ম্যাক্সি মালিক সমিতির পক্ষ থেকে লিটন পাঠান বলেন,বাস-ম্যাক্সি চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মোতাবেক ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী গ্রহণ, বাস-ম্যাক্সি ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া গ্রহণ না করা। গাড়ী যাত্রার সময় গাড়ীতে জীবানুনাশক স্প্রে করা, যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, প্রতিটি যাত্রী গাড়ীতে উঠার পূর্বেই হ্যান্ড স্যানিটাইজেশন করা এবং শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া অসুস্থ ব্যক্তিদের গাড়ীতে না তোলা এবং পথে কোথাও। অতিরিক্ত যাত্রী না তোলার ব্যাপার সহ উল্লেখিত সকল নিয়ম কঠোর ভাবে মেনে চালানোর নির্দেশ দেয়া হয়।