হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় হারুন আর রশিদ নামে এক উপ-সহকারী কৃষি অফিসার নিহত হয়েছেন। সোমবার (১১মে) দুপুরে ঢাকা সিলেট মহা-সড়কের নোয়াপাড়া ইউনিয়ন অফিসের সামনে এ দর্ঘূটনা ঘটে ।
জানাযায়,নিহত হারুন আর রশিদ রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা গ্রামের আবুল কাসেমের পুত্র।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার(ওসি)তৌফিকুল ইসলাম তৌফিক দৈনিক হবিগঞ্জের বাণীকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সরকারি কাজে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংন্দী নামক স্থানে সে মৃত্যু বরণ করেন।
মাধবপুর উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম দৈনিক হবিগঞ্জের বাণীকে জানান,লাশ নিয়ে তার গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।