মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। শনিবার (২৫ জুলাই) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় ১ হাজার ২ শ পরিবারেকে ঈদ উপহার হিসেবে চল, ডাল, তেল, সেমাই ও চিনি বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: জাবেদ প্রমূখ।