মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাটবাজারে ৯০ ভাগ লোকজন মানছে না স্বাস্থ্যবিধি। বুধবার (১০ জুন) উপজেলার তেলিয়াপাড়া, নোয়াহাটি, জগদীশপুর, নয়াপাড়াসহ বেশ কয়েকটি হাটবাজারে ঘুরে দেখা গেছে ক্রেতা বিক্রেতা কেউই মাস্ক ব্যবহার কিম্বা সামাজিক দুরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে না। বড়জোর শতকরা দশজন মানুষ মাস্ক ব্যবহার করেছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে আগ্রহী বড়জোর পাঁচ ভাগ মানুষ। চায়ের দোকানে বসে মানুষের আড্ডা দেখে বুঝার উপায় নেই যে দেশে করোনা দুর্যোগ চলছে। তেলিয়াপাড়া পাড়া কৃষি ব্যাংকের পাশের ব্যাবসায়ী ডন পাল জানান, কৃষি ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসে মানুষ টাকা নয় মাস্ক ধার করছে। মাস্ক ছাড়া ব্যাংকে প্রবেশ করতে না দেওয়ায় একজনের মাস্ক আরেকজন নিয়ে ব্যবহার করে কারেন্ট বিল দিচ্ছে। মাস্ক ব্যবহার না করলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ডের বিধান এখানে কাগজে কলমে সীমাবদ্ধ। মাধবপুরে এই আইন কার্যকরের কোন উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।