মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে ভিজিডি’র ১০ কেজির চাল অবৈধ মজুদ করায় মনোরজ্ঞন নামে এক ব্যাবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দোকান থেকে ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান ৭নং জগদীশপুর ইউনিয়নের তেমনিয়া বাজারে রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে মনোরঞ্জনের দোকান থেকে ভিজিডি’র ১০ টাকা কেজির ৪৫০ কেজি চাল জব্দ করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে এসব চাল মজুদ করার অপরাধে মনোরঞ্জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একটি সূত্র জানায়, কার্ডধারীদের নিকট থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর এসব চাল কম দামে কিনে সে মজুদ করেছিল।