হবিগঞ্জের মাধবপুর উপজেলার গবাদিপশুর ঘর নির্মাণের জন্য ১৪৭ জনের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নোয়াপাড়া চা বাগানে আনুষ্ঠানিক ভাবে এ উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরন বিতরন করা হয়েছে।
এর আগে এ প্রকল্পের আওতায় তাদেরকে বিনামূল্যে উন্নত জাতের বকনা গরু,গো-খাদ্য ও প্রশিক্ষণ দেন প্রাণিসম্পদ বিভাগ।
উপকরন বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: জাবেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)কৃষিবিদ ডা.মোহাম্মদ মিলন মিয়া,মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো.মাজহারুল ইসলাম,ডাঃ ইমরান হোসেন রুবেল,উপ প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ফরিদ মিয়া,যীশু সাহা,হাবিবুর রহমান,বিলাল চকদার প্রমূখ।