মাধবপুর উপজেলায় ভারতীয় গাঁজাসহ আটকের পর দুই মাদক চোরাকারবারীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে ভ্রাম্যমান আদালত।
দন্ডিতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামের নাইম ভূইয়ার ছেলে রকিবুল ইসলাম রাফি (২২) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার রুপতলী গ্রামের সুলতান খানের ছেলে মো: মন্টু খান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন থেকে তাদের আটক করে। এ সময় তারা পিকআপ ভ্যানে করে মাদক পাচারের চেষ্টা করছিল।