মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৩ জমজ সন্তানের জননী মোছাঃ রহিমা খাতুনকে ত্রান সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান।গত ১৯ শে আগষ্ট উপজেলার শিয়ালউড়ি গ্রামের অাঃ সালাম এর স্ত্রী মোছা:রহিমা বেগম ধর্মঘর কমিউনিটি ক্লিনিকে কোন ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়া স্বাভাবিক ভাবে ৩ জমজ সন্তানের জন্ম দেন। উক্ত ঘটনা টি নিয়ে দৈনিক হবিগঞ্জেরবাণী পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রসাশনের দৃস্টি আকর্ষন হয়।ফলে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ-ই ৩ সন্তানের জননীকে নগদ ৫ হাজার টাকা, ২ কেজি মাল্টা, ১ কেজি অাঙ্গুর, ৩ প্যাকেট ল্যাকটোজেন-১, দুধ ১ প্যাক, হরলিক্স- ১ প্যাক, ২০ কেজি চাল, ২টি মুরগি, অালু ৩ কেজি, ডাল ২ কেজি, লাউ ১টি ও ১ ডজন ডিম প্রদান করেন।