হবিগঞ্জের মাধবপুরে ৩ নেশা পাচারকারীকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোঃ কামাল হোসেন (৪০), মৃত আবু জাহের মিয়ার ছেলে আব্দুল মুহিত(৩০) ও আলীনগর গ্রামের আসাদুল হকের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৪০)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা জানান, শুক্রবার দুপুরে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) উত্তম কুমার দাসের নেতৃত্বে উপজেলার জামালপুর থেকে কাশিমনগরগামী ইট সলিং রাস্তায় অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ তাদের আটক করা হয়।