মাধবপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালতে ১০ টি মামলায় ৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয় এবং জনসাধারণকে সচেতন পরামর্শ দেওয়া হয়।
জানাযায় উপজেলা আওতাধীন বুল্লা বাজার, বানেশ্বর বাজার, এবং নোয়াপাড়া বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায়, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ ১৭ এপ্রিল রোজ শনিবার দুপুরে বিভিন্ন বাজার মনিটরিং এবং সরকারি নির্দেশনা পালনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী ১০ টি মামলায় ৩ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, রমজানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করার পরামর্শ প্রদানের পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।