মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় ও ধার্য মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এবং আইন অমান্য করে ৮ টি প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ২৮ এপ্রিল সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুরে ভোক্তার অধিকার আইন অমান্য ও দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে এসব ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।