হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসনের তিন সরকারি কর্মকর্তার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
শুক্রবারে ১লা মে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এএইচ এম ইসতাক মামুন সত্যতা নিশ্চিত করে বলেন গত ২৬শে এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়েছিল।
আজ শুক্রবার ১লা মে তিন জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ২ জন কে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে , অন্য একজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার সহ মোট ৫ জন আক্রান্ত হয়েছে।