হবিগঞ্জের বাণী ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সবচেয়ে কার্যকরী পদ্ধতি ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া বলে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO)। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই হাতের মাধ্যমেই একজন থেকে আরেক জনের মধ্যে সংক্রামিত হয়। তাই বিশেষজ্ঞরা সবাইকে ঘনঘন সাবান দিয়ে ২০ সেকেন্ড সময় নিয়ে ধরে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। তাই জনস্বার্থে রোববার (১০মে) মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাধবপুর কর্তৃক বাস্তবায়িত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোঁয়ার বেসিন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন প্রমূখ।