মাধবপুর প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কাটিয়ারা এলাকার এক ব্যাবসায়ীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেসন সেন্টারে পাঠানো হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, নতুন সনাক্ত ব্যাবসায়ী নিজ উদ্যোগে ঢাকায় নমুনা পরিক্ষা করিয়েছেন। সেখানে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি সহযোগিতা চাইলে আমরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করি। উল্লেখ্য যে, এখন পর্যন্ত মাধবপুর উপজেলায় ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ২ জন নিজ উদ্যোগে ঢাকায় নমুনা পরিক্ষা করিয়েছেন। ফলে তাদের ঢাকার করোনা সনাক্ত রোগী হিসেবে গননা করা হয়েছে। বাকি ৫ জনের মধ্যে প্রথম করোনা সনাক্ত রোগী রুপবান নামে এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।