হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ মে) ভোর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে ৮/৯ বছর পূর্বে একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগম(৩০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
কিন্তু বিয়ের পর থেকে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। শুক্রবার ভোর রাতে সকলের অগোচরে সাবিনা বিষ খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর দৈনিক হবিগঞ্জের বাণী কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।