বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় মাধবপুর পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের মাঠে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা এবং সকল কাউন্সিলদের তত্ত্বাবধানে চাল বিক্রিয় কার্যক্রম সম্পূর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, পৌর কাউন্সিলর আবুল বাশার, বাবুল হোসেন, অজিত কুমার পাল, লাল মিয়া, দুলাল খাঁ প্রমূখ।
মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন, করোনার প্রভাবে ঘরবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকারি নির্দেশনায় খোলা বাজারে চাল বিক্রিয় শুরু হয়েছে। একজন ভোক্তা তার জাতীয় পরিচয়পত্র মাধ্যমে করা কার্ড দেখিয়ে মাসে ২ বার ১০ টাকা কেজি দরে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১০ টাকা দরে চাল বিক্রি অব্যাহত রাখা হবে।