নবাগত উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন । আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্য্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক সুখেন দেবনাথ, রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, মো. আইয়ুব খান, কাজী আরিফুল আম্বীয়া, শংকর পাল সুমন, অলিদ মিয়া, মিজানুর রহমান, সানাউল হক চৌধুরী শামীম, জামাল মো. আবু নাছের, রাজীব দেব রায় রাজু,, আবুল হোসেন সবুজ, আবুল খায়ের, আলমগীর কবির, বিপ্লব আচার্যী, সুব্রত দেব প্রমুখ। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, যে কোন সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ৩০ তম বিসিএসের এ কর্মকর্তা মাধবপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। মাধবপুর উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা ভাল ভুমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম নীতির মধ্যে মাধবপুরে ভাল কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।