হবিগঞ্জের বাণী ডেস্ক : ঈদের পরে দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিল মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশন। প্রথমে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে আবার উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক সমাজের অনুরোধে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাবসায়ীদের এই সংগঠনটি। কিন্তু শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারেননি তারা। কিছু লোভী কাপড় ব্যাবসায়ীর কাছে পরাজয় স্বীকার করে আবারও ব্যাবসা প্রতিষ্ঠান খোলে দেওয়া হয়েছে মাধবপুর বাজার। আর এই হুজুগে অসচেতন হাজার হাজার মানুষ আসছে তাদের ঈদের কেনাকাটা করতে। সরকার স্বাস্থ্যবিধি মেনে ব্যাবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিলেও মাধবপুর বাজারে ক্রেতা বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এহেন পরিস্থিতিতে সচেতন নাগরিক সমাজ ভয়াবহ আতংকের মধ্যে আছে। কারণ মাধবপুর পৌরসভায় ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়া গেছে। তাদের সংস্পর্শে আসা লোকজন থাকতে পারে যারা চিহ্নিত হয়নি। আর এমন লোক যদি এই ভিড়ের মধ্যে দিয়ে যায় তাহলে কত লোক আক্রান্ত হবে? এ-সব আক্রান্ত লোক সনাক্ত হওয়ার আগে কত জনকে আক্রান্ত করবে? কতটা ভয়াবহ হতে পারে পরিস্থিতি? তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।