মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যুক্তরাষ্ট্র মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক কর্তৃক জগদীশপুর ইউনিয়নের ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে দ্রুততার সাথে ত্রাণ বিতরন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি গোলম কিবরিয়া (ইমরান চৌধুরী), জগদীশপুর ইউনিয়নিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ল চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমূখ। উল্লেখ্য যে,যুক্তরাষ্ট্র মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক যুক্তরাষ্ট্রে বসবাসরত মাধবপুর উপজেলার প্রবাসীদের একটি সংগঠন। এই সংগঠনটি প্রতি বছরই কোন না কোন জনকল্যাণ মূলক কাজ করে থাকে।