হবিগঞ্জের বাণী ডেস্ক :গত ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নেতৃত্বের গৌরবময় অধ্যায়ের ইতি টানেন মাশরাফি। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে পেয়েছেন ৫০টি জয়ের স্বাদ।
সেদিন ম্যাচ শেষে ড্রেসিং রুমে দৌড়ে গিয়ে দলের সব ক্রিকেটার বিশেষ একটি জার্সি পরে আবার মাঠে নেমেছিলেন, সবার জার্সির পেছনে ছিল মাশরাফির নাম ও জার্সি নম্বর। তামিম এরপর কাঁধে তুলে নেন মাশরাফিকে। তাদেরকে ঘিরে থাকেন দলের অন্যরা, সবাই মিলে মাঠ প্রদক্ষিণ করে জবাব দেন দর্শকদের অভিনন্দনের।
তামিমকেই দেওয়া হয়েছে মাশরাফির ছেড়ে দেওয়া দায়িত্ব। ফেইসবুক লাইভে সোমবার রাতে বাংলাদেশের সদ্য সাবেক ও বর্তমান ওয়ানডে অধিনায়কের আড্ডায় তামিম বললেন, তার জন্য স্মরণীয় এক স্মৃতি মাশরাফিকে ওভাবে সম্মান জানাতে পারা।
“আপনার শেষ ক্যাপ্টেন্সির ম্যাচে আমি আপনাকে যে কাঁধে তুলে নিলাম, ম্যাচের আগেই ঠিক করেছিলাম যে আমি নেব। চাইনি যে অন্য কেউ নিক। তো যখন আপনাকে কাঁধে নিলাম, ১০-১৫ সেকেন্ড দাঁড়াতে পারছিলাম না। আমি তো ভাবছিলাম, ‘ক্যামেরা-ট্যামেরা সব সামনে, বেইজ্জতি হয়ে যাব!’ আল্লাহর রহমত, কীভাবে যেন দাঁড়িয়ে গেছি।”