মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর আশার আলো যুব সংঘের উদ্যোগে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রতনপুর খেলার মাঠে এ ফাইনাল খেলায় অংশ নেয় স্বাগতিক রতনপুর বুম বুম ভয়েস একাদশ বনাম ইটাখোলা ফাইজুল একাদশ। টসে জিতে স্বাগতিক বুম বুম ভয়েস একাদশের অধিনায়ক তানিল মাহমুদ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। খেলায় ব্যাটিং এ নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ইটাখোলা ফাইজুল একাদশ ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষ করে ৬ উইকেটে ১২৮রান করতে সক্ষম হয়। এতে রতনপুর বুম বুম ভয়েস একাদশ ৩৭ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রতনপুরের সাবেক ক্রিকেটার জাহের উদ্দিন। এবং সহকারী আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহজীবাজারের মোঃ সায়েদ মিয়া। খেলা শেষে পুরুস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুষ্টি সমন্বিত কমিটির এলিট পারসন সদস্য নিজাম উদ্দিন মান্না,ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তাক আহাওমেদ সোহাগ,এনটিভির মাধবপুর প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের,খেলার প্রধান স্পন্সর আওয়ামীলীগের নোয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খোকন,আশার আলো যুব সংঘের সভাপতি আহাম্মদ শরিফ পাপ্পন,সাধারণ সম্পাদক ফেরদৌস আলম,অর্থ সম্পাদক শিক্ষক ফখর উদ্দিন মামুন,সদস্য আল আমিন,ইমরান ফরহাদ উপস্থিত ছিলেন।