মঙ্গলবার (২০ অক্টোবর) মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন । সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ১৮ অক্টোবর রাত ১২টার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে ঘিরে সকল প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে। এর আগে নির্বাচনকে সামনে রেখে তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন সমর্থন পাওয়ার জন্য। প্রার্থী সমর্থকরা হাট বাজার ও গ্রামে গ্রামে গিয়ে মিছিল মিটিং ও শোডাউন করে ব্যাস্ত সময় পার করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক পারভেজ হোসেন চৌধুরী ধানের শীষ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আলফাজ মিয়া অটোরিকশা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন অপেক্ষার পালা, কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন ভোটাররা।
গত ২৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ হাজার ৬ শত ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩ শত ৪০ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩ শত ৭ জন।