আজ প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরনের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শংকর পাল সুমন,সমকাল প্রতিনিধি আইয়ুব খান, বাংলাদেশ খবর প্রতিনিধি ছানাউল হক শামীম, প্রথম আলোর সাবেক প্রতিনিধি ও এনটিভির প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের, মাইটিভি ও ভোরের কাগজ প্রতিনিধি বাজীব দেব রাজু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আলমগীর,দৈনিক নতুন সময় প্রতিনিধি বিকাশ বীর প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন রোজিনা ইসলাম একজন আন্তর্জাতিক খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক। তার অনুসন্ধানে বের হয়ে এসেছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বেশ কয়েকটি অনিয়ম দূর্নীতি চিত্র। এমন একজন সাংবাদিকে মন্ত্রনালয়ে তথ্য চুরির মামলা দিয়ে কারাগারে প্রেরন করা এটি গণমাধ্যম ও সংবাদের জন্য মারাত্বক হুমকি। অনুসন্ধানী নারী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিকরা।