লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম মাষ্টার আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হল (৭৫) বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় ৭ টায় বার্ধক্যজনিত কারণে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় ধর্মপুর পশ্চিম ঈদগাঁ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ডঅব অনার ও সম্মান প্রদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও লাখাই থানা পুলিশের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা সহকারী কমান্ডার ও মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী প্রমূখ।