হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণের ভেজাল বিরোধী অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (০৪ অক্টোবর) শহরের বেবী স্ট্যান্ড ও কোর্ট স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অভিযোগে ল্যাব এইড মেডিসিন সেন্টারকে ১০ হাজার টাকা, মুল্য তালিকা না থাকার কারণে আলম স্টোরকে ১ হাজার টাকা, মিষ্টির মুল্য তালিকা না থাকায় কোর্ট স্টেশন এলাকার রাজদীপ ফুডসকে ২ হাজার টাকা এবং মিষ্টির প্যাকেটের ওজন ২৩০ গ্রাম হওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অভিযোগে ৫ শত টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা পেয়াজের বাজার ও চালের বাজার বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।