শামীম চৌধুরী ,মাধবপুর : মাধবপুর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক তৌফিক আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ( ২৯ জুন) রাত সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, পুত্রবধু সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তৌফিক আলম চৌধুরী একজন দানবীর ব্যক্তি ছিলেন।