হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবুল হোসেন খান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৪হাজার ৬শ ৪৭ জন ভোটেরের মধ্যে ১৬হাজার ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১শ ৭৬টি ভোট বাতিল হয়েছে। মোট ৬৫.২০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে বাবুল হোসেন খান নিকটতম প্রতিদ্বন্দ্বি পারভেজ হোসেন চৌধুরীর চেয়ে ৯ শত ৬২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। বাবুল হোসেন খানের প্রাপ্ত ভোট ৭ হাজার ৩ শত ৩ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভেজ হোসেন চৌধুরী পেয়েছে ৬ হাজার ৩ শত ৪১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আলফাজ মিয়া পেয়েছেন ২ হাজার ২ শত ৫০ ভোট।
উল্লেখ্য, গত ২৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।