সরকারের দেওয়া নির্দেশে আলুর বাজার স্থিতিশীল রাখতে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার দাউদনগর বাজের আলু বেশি দামে বিক্রির বিষয়টি ধরা পড়লে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার উপস্থিতিতে ৪০০ কেজি আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রত্যেক ক্রেতাকে ২ কেজি করে আলু ক্রয়ের সুযোগ দেওয়া হয়। এ সময় বাজার করতে আসা ক্রেতারা ভোক্তা সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহাকে ধন্যবাদ জানান।
অভিযান চলাকালে নোংরা পরিবেশ ও অনুমোদনিহীন রং ব্যবহার এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করার অপরাধে পুরান বাজার আউলিয়া বেকারীকে ১০ হাজার টাকা ও পূর্ব লেঞ্জাপাড়ার চাঁদনী ফুডকে ১৫ হাজার টাকা জরিমনা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।