সৈয়দ হাবিবুর রহমান ডিউক ” শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই খাড়ামাড়া জামে মসজিদটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় রয়েছিল। শত বছরের পুরনো এই মসজিদটি প্রায় ২৯ শতক জায়গার উপরে ১৯১৫ সালে স্থাপিত হয়েছিল। সুরাবই খাড়ামাড়া জামে মসজিদটির প্রতিষ্ঠাতা সুরাবই খাড়ামাড়া গ্রামের মরহুম আব্দুল গণি। দীর্ঘদিন মসজিদটির হযবরল অবস্থায় থাকায় সুরাবই গ্রামবাসী ও এলাকার যুবকদের সম্মিলিত উদ্দোগে পুরাতন মসজিদটি ভেংগে নতুন করে ২ তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষে রবিবার সকাল ১০ টায় মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন করে কাজ শুরু করা হয়েছে। মসজিদটি শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো, ইছাক আলী সেবন, সুতাং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো, নাসির উল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো, আব্দুল হাসিম জারুন, গোলাপ খান, মো, আজদু মিয়া, মো, কবির মিয়া, আব্দুর রউফ, মো, মনিম, আব্দুল মালেক, শাহিন মিয়া, বাচ্চু মিয়া,নানু মিয়া, খেলু মিয়া, গফুর মাস্টার, মানিক মিয়া, হুমায়ুন মিয়া, মাসুম আহমেদ, এম এ মামুন আহমেদ, আব্দুল হাসিম, এরশাদ তালুকদার, লিটন মিয়া,লিমন মিয়া, পারভেজ আহমেদ, মাহবুব আহমেদ, মামুন মিয়া,সজিব মিয়া, ইউনুস মিয়া, ইছাক মিয়া,গাউস মিয়া প্রমুখ। উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে মিলাদ মাহফিলে দোয়া করেন মাওলানা হুমায়ুন চৌধুরী।