স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন করে দুইজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে । নতুন সনাক্ত দুইজন গত সপ্তাহে পরীক্ষা করার জন্য নিজ থেকেই নমুনা দেন। গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে ঢাকার পিসিআর ল্যাব থেকে তাদের নমুনার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।নতুন শনাক্তদের একজন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামের বাসিন্দা ও অপরজন উপজেলার কলিমনগর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, আক্রান্ত দুইজনের বাড়ি ও পরিবারের লোকদের লকডাউন করা হয়েছে।উল্লেখ্য যে, এর আগে এক কলেজছাত্র আক্রান্ত হলে বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শে তিনি সুস্থ হলে করোনামুক্ত হয়েছিল শায়েস্তাগঞ্জ উপজেলা।