শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মড়রা রাস্তার ২নং ব্রীজের নিচে অবস্থানের সময় ৩ সদস্যের একদল ডাকাতকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ২৪.০৪.২১ রাত ২.২৫ মিনিটে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোরশেদ আলম,এস আই জসিম সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় ডাকাতদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হল ১.রনি মিয়া(২৭), পিতাঃমৃত খলিল মিয়া,সাংঃভাটি শৈলজোড়া,থানাঃ হবিগঞ্জ সদর,২.নাছিম মিয়া(৩৫),পিতাঃ মৃত উসমান আলী,সাংঃসুরাবই,থানাঃ শায়েস্তাগঞ্জ, ৩.সুজন মিয়া (২৮),পিতাঃআলমগীর মিয়া,সাংঃ পুরাসুন্দা, থানাঃ শায়েস্তাগঞ্জ। আসামীদের হাতে ১ টি টিপ ছুরি,৩টি রামদা,১টি লোহার ছোরা,১টি চিমটি উদ্ধার করে । বিচারার্ধে আদালতে প্রেরন করে।