হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে খুঁজে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আছকির মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
শনিবার (৬ জুন) সকাল তার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরতে যায়। সকল ৯ টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে আছকির মিয়া তার ছেলে আরিফ’কে খুঁজে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। এ সময় বজ্রপাতে তড়িতাহত হয়ে তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।