মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ আগষ্ট) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি নিজ সংসদীয় এলাকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বরে জাতির পিতার স্মরণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাধবপুর উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার দপ্তর প্রধানদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মাধবপুর পৌরসভা,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ, মাধবপুর থানা,মাধবপুর প্রেসক্লাব,মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন সামাজিক সংগঠন।